দুটি কবিতা

কবিতা

দুটি কবিতা

-সেলিম মিয়া


কোনো দিন জানবে না তুমি

কোনো দিন জানবে না তুমি—

একটি হৃদয় যতটুকু প্রেম ধরে

তার চে’ অনেক বেশি ভালবেসেছে তোমায়।

কোনো দিন বুঝবে না তুমি –

প্রেমময় নীরবতার মুখরতা

কত কথা বলে যায় বাক্যহীন।

কোনো দিন বুঝবে না তুমি—

গভীরে ভালবাসে যে হৃদয়

তাকে বুঝতে লাগে সময়,

লাগে সমান গভীরতা,

কিছু কথা, ঢের নীরবতা—

হৃদয় খুঁড়ে তা জানতে হয়।

বোঝার আগে বুঝে নিলে

এমন হৃদয় তুমি হারালে,

আর নিজের অজান্তেই কাঁদালে।

তবে জেনে রাখো— ভালবেসে

সব রাজা হয় নাকো ফকির

সব হৃদয়ে বেঁধেও না তীর।

যে হৃদয়ে বেঁধে তীর

আর যে রাজা হয় ফকির

তাদের থাকে পলি-কোমল উর্বরতা;

সহজেই যেমন চাষ করা যায়,

সহজেই তেমন নষ্ট করা যায়।

আজকাল বড় বেশি ভুল হয়

আজকাল বড় বেশি ভুল হয়!

এটা সেটা করতে গিয়ে ভুল হয়।

এমন নয় যে বয়স আমার ষাটের কোঠায়

কিংবা আমি অশীতিপর কোনো বৃদ্ধ।

ভুল হয়— তোমায় ভালবেসে ভুল করেছি বলে,

ভুল হয়— সরল বিশ্বাসে গরল পান করেছি বলে।

আজকাল খুব বেশি ভুল হয়!

প্রায় প্রতিটা কাজেই ভুল হয়।

এমন নয় যে আমি কাজে মনোযোগী নই

কিংবা কাজে ফাঁকি দেয়া আমার স্বভাব।

ভুল হয়— আমার মনটা মনের জায়গায় নেই বলে,

ভুল হয়— মনটাকে অনেক আছড়িয়েছো বলে।

আজকাল বড্ড বেশি ভুল হয়!

পথে চলতে গিয়ে ভুল হয়।

এমন নয় যে আমি পথ চিনি না

কিংবা আমি কোনো তালকানা পথচারী।

ভুল হয়— আমার আত্মাছাড়া দেহখানি পথে চলে বলে,

ভুল হয়— পথের সিগন্যালে সে দেহে কোনো সংবেদন নেই বলে।

আজকাল অনেক বেশি ভুল হয়!

কোনো কিছু পড়তে গেলে ভুল হয়।

এমন নয় যে আমি পড়তে জানি না

কিংবা চোখের দৃষ্টিশক্তি একেবারে নেই।

ভুল হয়— এ চোখ এখনো শুধু তোমাকে দেখে বলে,

ভুল হয়— এ চোখের ফ্রেমে তোমার ছবি বাঁধাই হয়ে আছে বলে।

আজকাল ঢের বেশি ভুল হয়!

কোনো কিছু শুনতে গিয়ে ভুল হয়

এমন নয় যে আমি কানে শুনি না

কিংবা আমার শ্রবণ-শক্তি কমে গিয়েছে

ভুল হয়—এ কানে এখনো তোমার কথা বাজে বলে,

ভুল হয়—এ কান তোমার বাজানো সুরে চলে বলে।


Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*