গুচ্ছ কবিতা

কবিতা

কবিতা

গুচ্ছ কবিতা

-সেলিম মিয়া


ভুল বিচার

ভূতে তোমার অগাধ বিশ্বাস

মরলে ভূত হবে না জেনেও।

অথচ আমার প্রেমে তার কানাকড়িও নেই

সুরভিত সাজানো বাগান সত্ত্বেও।

বায়বীয় সত্ত্বারা এখনো ঘিরে আছে তোমার ভেতর-বাহির

আর অলক্ষ্যে ভেজে খাচ্ছে তোমার হৃদয়।

অথচ আমার জন্য একরত্তি জায়গাও সেখানে নেই

তোমার হৃদয় তুষ্টির সব উপাদান এখানে থাকা সত্ত্বেও।

এভাবেই তোমার সমস্ত সত্ত্বায় এখন

বাস করে গুদামজাত পচা অতীত—

যে গুদামের বীজ বুনে ফলাও ফসল

তোমারই বর্তমানের জমিনখানায়।

আর তাকেই সুস্বাদু খাবার ভেবে

চেটে-পুটে খাও অবিরাম,

অথচ বদহজমের দোহাইটুকু দাও

তোমার লক্ষ্যে নিবেদিত আমার সকল নৈবেদ্যকে।

দখলবাজ

যা কিছু দেখেছি আমি পৃথিবীর পথে পথে হেঁটে
তোমারে দেখেছি প্রিয়া, তার বারো আনা
আর থাকে যেই চার আনা মাত্র বাকি
তাতেও দেখেছি আমি তোমারই প্রতিমা
এমনই দখলবাজ তুমি প্রিয়তমা।

যা কিছু ভেবেছি আমি জীবনের সব দিন-রাত
তোমারে ভেবেছি তার সবচেয়ে বেশি
আর থাকে যেটুকু ভাবনা বাকি
তাতেও উঠেছো তুমি ডাকি
যেন-বা কোকিল পাখি।

প্রেমে ও বিরহে তুমি আমার সকল চিন্তাই
এভাবেই আজীবন করে গেলে ছিনতাই
আমি তোমাতেই হয়ে আছি লীন তাই।

কেবল

কে বলে কেবলে কেবল

ধরে সব চ্যানেল?

আছে ওয়াই-ফাই

ধুত্তরি ছাই!

আসল কেবল তার ছাড়াই।

তার চেয়েও আছে সবল এক

কেবলই কেবল ছাড়া

যাতে ধরে সব চ্যানেল

দিন-রাত চব্বিশ ঘন্টা

সে হলো এ মনটা।

তবে এ কেবলছাড়া এন্টিনা

যেথা কারো এন্ট্রি না

যেথা কেউ এন্টি না।

সেথা একাই দেখি ছবিটা;

একাই শুনি গানটা;

একাই দেখি নাচটা।

ভালবাসা ভাল নয়

ভালবাসা ভাল নয়

জেনেছি তোমায় ভালবেসে।

বোঝালে আমায় আজ অনেক হিসেব কষে

ঝানু এক গণিতবিদের মতো করে

আপন করার ছলে এই বুকে বসে

আমার হৃদয়-ঝরা রক্ত দিয়ে—

দুইয়ে-দুইয়ে চার হলে

তবেই না তরী চলে ভেসে

হৃদয়ের মোহনায়, এ তীর-ও তীর ঘেঁষে।

জানলাম আমি অবশেষে—

কুয়াশায় ঘিরে রাখে সে যে

সম্মুখের আকাঙ্খিত পথ

মেঘেদের ফাঁকে উঁকি দিয়ে

খানিক দেখায় তারাদের খেলা

আর জনমের জন্য পিছু ডাকে

শূন্যতায় ভরে জীবনের ভাঙা বাসা

এই হলো ভালবাসা।

অথচ জেনেছি এতদিন আমি

ভালবাসলে মেলে না যে কোনো হিসাব

দুইয়ে-দুইয়ে যা-ই ভাবো মিলবে সেভাবে

ফটিকজলের কণ্ঠে অনুভব সে যেভাবে

আনন্দে ও ছন্দে তৈরি করে কথা অফুরন্ত

ইচ্ছেমতো শুধু বুঝে নিতে হয়—

ভালবাসা এমনই অসীম, অনন্ত।


Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*